আজ ১৯ সেপ্টেম্বর ২০২২ ভূমি সংস্কার বোর্ডের সম্মেলন কক্ষে সহকারী কমিশনার (ভূমি)-দের Land Information Management System (LIMS) এর আওতাধীন বাস্তবায়নকৃত বিভিন্ন ডিজিটাল সেবা সম্পর্কে ধারনা দেয়ার জন্য একদিনের একটি প্রশিক্ষণ আয়োজন করা হয়। প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব সোলেমান খান। তিনি তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, ভূমি বিষয়ক নাগরিক সেবা আরো সহজলভ্য করার জন্য ভূমি সংস্কার বোর্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে; এরই ধারাবাহিকতায় LIMS সফটওয়্যার এর আওতায় নামজারি, ভূমি উন্নয়ন কর আদায়সহ অন্যন্য ভূমিসেবা ডিজিটালাইজ করা হয়েছে। এসব ডিজিটালাইজড সেবা নির্বিঘ্নে নাগরিকদের কাছে পৌছানোর জন্য মাঠ-পর্যায়ের অফিসগুলোর সক্ষমতা বৃদ্ধির নিমিত্ত ভূমি সংস্কার বোর্ড নিয়মিত এবিষয়ক প্রশিক্ষণ/কর্মশালা/সেমিনার এর আয়োজন করে। তিনি আশাবাদ ব্যক্ত করেন প্রশিক্ষণ শেষে সহকারী কমিশনারগণ (ভূমি) আরো দক্ষতার সাথে এসব ডিজিটাল সেবা প্রদানে সক্ষম হবেন।
এসময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাইসফট হ্যাভেন বিডি (লিমিটেড) এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোফাকখারুল ইসলাম পল্লব ও বিজনেস অটোমেশন লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার জনাব পারভেজ হোসেন। উক্ত প্রশিক্ষনে অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৩০জন সহকারী কমিশনার (ভূমি)।