আজ ২১ নভেম্বর ২০২২ ভূমি সংস্কার বোর্ডের সম্মেলন কক্ষে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, প্রকল্প পরিচালক, এটুআই প্রোগ্রাম। তিনি তার বক্তব্যে ৪র্থ শিল্প বিপ্লবের বিভিন্ন (AI, Blockchain, AR, VR, 3D Printing ইত্যাদি) বিষয়ের উপর আলোকপাত করেন। এছাড়াও এসব Frontier Technology আমাদের জন্য কী ধরনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ সৃষ্টি করছে তা নিয়েও বিস্তারিত আলোচনা করেন।
ভূমি সংস্কার বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব সোলেমান খান।