আজ ১৪-০৯-২০২২ তারিখ রোজ বুধবার ভূমি মন্ত্রণালয়ের সভা কক্ষে ভূমি মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ এর সভাপতিত্ত্বে 'ভূমি সংস্কার বোর্ড' শক্তিশালীকরণ বিষয়ক একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত। উক্ত সভায় বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব সোলেমান খান বোর্ড শক্তিশালীকরণের যৌক্তিকতাসহ কাঠামোগত সংস্কার প্রস্তাব উপস্থাপন করেন। অতঃপর বিভিন্ন মন্ত্রণালয়/সংস্থা থেকে আগত প্রতিনিধিগণ তাঁদের মতামত তুলে ধরেন।
বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব সোলেমান খান তাঁর উপস্থাপনায় বলেন ভূমি মন্ত্রণালয়ের আওতাধীনে রেকর্ড প্রস্তুত ও সার্ভের জন্য ‘ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর’ রয়েছে। কিন্তু ভূমি সম্পর্কিত সেবা প্রদান, ভূমি ব্যবস্থাপনা ও এ সম্পর্কিত কর্মসূচি বাস্তবায়নের জন্য কোন প্রতিষ্ঠান নেই ফলে বিদ্যমান ভূমি সংস্কার বোর্ডকে শক্তিশালী করে 'ভূমি ব্যবস্থাপনা বোর্ড' করলে ভূমি সম্পর্কিত সেবা প্রদান, ভূমি ব্যবস্থাপনা ও এ সম্পর্কিত কর্মসূচি বাস্তবায়ন করা সহজতর হবে। এছাড়াও বিদ্যমান ভূমি সংস্কার বোর্ড এর কাঠামো শক্তিশালী করা হলে ভূমি মন্ত্রণালয় বর্তমানের মত ভূমি ব্যবস্থাপনা ও ভূমি সেবা সম্পর্কিত কর্মসূচি বাস্তবায়নের সাথে সম্পৃক্ত না থেকে ভূমি রেকর্ড, সার্ভে এবং ভূমি ব্যবস্থাপনা সম্পর্কিত নীতি নির্ধারনী বিষয়ে আরো মনোনিবেশ করতে পারবে। তিনি আরো বলেন ভূমি রাজস্ব প্রশাসনে প্রায় ১৭ হাজার কর্মকর্তা- কর্মচারী কর্মরত রয়েছে। ভূমি সংস্কার বোর্ড শক্তিশালী করা হলে এ বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী সম্পর্কিত মানব সম্পদ ব্যবস্থাপনা ও শৃংখলামূলক কার্যক্রম আরো উন্নত ও দ্রুততর হবে। এবং বর্তমান সরকারের ঘোষিত “ডিজিটাল বাংলাদেশ” প্রতিষ্ঠায় ভূমি সেবা প্রদান ব্যবস্থা আধুনিকায়নে ভূমি মন্ত্রণালয় কর্তৃক কর্মসূচী বাস্তবায়ন ও সেবা প্রদানে ‘সিস্টেম’ পরিচালনায় একটি দক্ষ জনবল কাঠামো প্রতিষ্ঠিত হবে।