১২ জুন ২০২২ এবং ১৪ জুন ২০২২ ভূমি সংস্কার বোর্ডের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও চেয়ারম্যান, ভূমি সংস্কার বোর্ড-এর মধ্যে সাক্ষরিতব্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২২-২৩ এর প্রণীত খসড়াসমূহ চূড়ান্তকরণ, ই-নামজারি, অনলাইন হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়, বাজেট বাস্তবায়নসহ অন্যান্য ভূমি সেবার পর্যালোচনা বিষয়ক দুই দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। ১ম দিনের কর্মশালায় অংশগ্রহণ করেন ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), বিভাগসমূহের বিভাগীয় উপ-ভূমি সংস্কার কমিশনার এবং ভূমি সংস্কার বোর্ডের কর্মকর্তাবৃন্দ। এবং ২য় দিনের কর্মশালায় অংশগ্রহণ করেন খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), বিভাগসমূহের বিভাগীয় উপ-ভূমি সংস্কার কমিশনারবৃন্দ।
কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও চেয়ারম্যান, ভূমি সংস্কার বোর্ড-এর মধ্যে সাক্ষরিতব্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২২-২৩ এর প্রণীত খসড়াসমূহ এর উপর বিস্তারিত আলোচনা শেষে তা চূরান্ত করা হয়। এছাড়াও অনলাইন ডিজিটাল সেবাসমূহকে কিভাবে আরো নাগরিক বান্ধব করা যায় সে বিষয়ে মতামত গ্রহণ করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব সোলেমান খান।