Wellcome to National Portal
ভূমি সংস্কার বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ অক্টোবর ২০২২

যথাযথ মর্যাদায় শেখ রাসেল দিবস ২০২২ উদযাপন


প্রকাশন তারিখ : 2022-10-18

 

১৮ অক্টোবর ২০২২; মঙ্গলবার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে ভূমি সংস্কার বোর্ড কর্তৃক বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির শুরুতেই শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব সোলেমান খান। এসময় বোর্ডের সদস্য (প্রশাসন), সদস্য (ভূমি ব্যবস্থাপনা) সহ সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর বোর্ডের সভাকক্ষে চেয়ারম্যান মহোদয়ের সভাপতিত্বে সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের উপস্থিতিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় বক্তারা শিশু রাসেলের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব সোলেমান খান তাঁর বক্তব্যে বলেন শেখ রাসেল হলেন নির্মলতা ও শুদ্ধতার প্রতীক; তাঁর ছিল একটি নিষ্পাপ ও পবিত্র মন। পশু-পাখির প্রতি তাঁর হৃদয়ে ছিল তীব্র ভালোবাসা ও আকর্ষণ। তাঁর দিনের অনেকটা সময়ই কাটতো প্রিয় কুকুর টমি ও বাই-সাইকেল নিয়ে। পরিবারের সকলের প্রিয় ছিল এই ছোট্ট রাসেল। তাঁর নিষ্পাপ মুখচ্ছবি আজও মুগ্ধতা ছড়ায় আমাদের হৃদয়ে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু বিপথগামী সেনা কর্মকর্তা দ্বারা তিনি শহীদ নাহলে হয়তো আজ আমরা একজন যোগ্য-আদর্শ নেতা পেতাম। শেখ রাসেল আজ নেই কিন্তু তিনি রেখে গেছেন নির্মলতা, সরলতা ও দুরন্তপনার স্মৃতি যা থেকে আমরা অনুপ্রাণিত হবো এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে নিরলসভাবে কাজ করে যাবো।