Wellcome to National Portal
ভূমি সংস্কার বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪

পরিদর্শন কার্যক্রম গতিশীল ও যুগোপযোগী করা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2024-02-13

 

১৩ ফেব্রুয়ারি ২০২৪ রোজ মঙ্গলবার

 

আজ ভূ‌মি সংস্কার বো‌র্ডের আ‌য়োজ‌নে “পরিদর্শন কার্যক্রম গতিশীল ও যুগোপযোগী” করা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।  কর্মশালায় প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থি‌ত ছি‌লেন জনাব মো: আব্দুস সবুর মণ্ডল, বি‌পিএএ, চেয়ারম‌্যান (স‌চিব), ভূ‌মি সংস্কার বোর্ড, ঢাকা।  সঞ্চালক হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন জনাব শশাঙ্ক শেখর ‌ভৌ‌মিক, সদস‌্য (ভূ‌মি ব‌্যবস্থাপনা), ভূ‌মি সংস্কার বোর্ড, ঢাকা।  আলোচক হি‌সে‌বে উপ‌স্থি‌ত ছি‌লেন জনাব মো: রেজাউল কবীর, উপ-ভূ‌মি সংস্কার ক‌মিশনার, ভূ‌মি সংস্কার বোর্ড, জনাব মো: সাইফুল ইসলাম, উপ-ভূ‌মি সংস্কার ক‌মিশনার, ভূ‌মি সংস্কার বোর্ড।  কর্মশালায় ভূ‌মি সংস্কার বো‌র্ডের কর্মকর্তাসহ জনপ্রশাসন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, ভূমি বিষয়ক এনজিও থেকে আগত প্রতিনিধিগণ এবং দেশের বিভিন্ন বিভাগ থেকে আগত সহকারী কমিশনার (ভূমি)গণ অংশগ্রহণ ক‌রেন।  প্রধান অতিথি তাঁর বক্ত‌ব্যে ব‌লেন, ভূমি সংক্রান্ত সেবার উৎকর্ষসাধণে পরিদর্শন এর গুরুত্ব অপরিসীম।  কিন্তু পরিদর্শন কার্যক্রম গতানুগতিক না হয়ে কার্যকর উপায়ে হতে হবে যাতে করে সেবার মানোন্নয়নের ক্ষেত্রগুলো যথাযথভাবে চিহ্নিত করা যায়।  প্রতিটি পরিদর্শণ থেকে বাস্তবায়নযোগ্য সুপারিশ প্রাপ্তি নিশ্চিত করতে হবে।  একই সঙ্গে সুপারিশগুলোর বাস্তয়ন হচ্ছে কী না সেটির তদারকিও নিশ্চিত করতে হবে।