Wellcome to National Portal
ভূমি সংস্কার বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st জানুয়ারি ২০২৪

'জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপ‌রিকল্পনা ২০২৩-২৪'-এর ত্রৈমা‌সিক অগ্রগ‌তি প্রতি‌বেদ‌নের ওপর ফিডব্যাক প্রদান সংক্রান্ত কর্মশালা অনু‌ষ্ঠিত


প্রকাশন তারিখ : 2024-01-31

আজ বুধবার ভূ‌মি সংস্কার বো‌র্ডের আ‌য়োজ‌নে মাঠপর্যা‌য়ের কার্যা‌লয় কর্তৃক দা‌খিলকৃত 'জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপ‌রিকল্পনা ২০২৩-২৪'-এর ত্রৈমা‌সিক অগ্রগ‌তি প্রতি‌বেদ‌নের ওপর ফিডব‌্যাক প্রদান সংক্রান্ত কর্মশালা অনু‌ষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থি‌ত ছি‌লেন জনাব মো: আব্দুস সবুর মণ্ডল, বি‌পিএএ, চেয়ারম‌্যান (স‌চিব), ভূ‌মি সংস্কার বোর্ড, ঢাকা। সঞ্চালক হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন জনাব শশাঙ্ক শেখর ‌ভৌ‌মিক, সদস‌্য (ভূ‌মি ব‌্যবস্থাপনা), ভূ‌মি সংস্কার বোর্ড, ঢাকা। আ‌লোচক হি‌সে‌বে উপ‌স্থি‌ত ছি‌লেন জনাব মো: রেজাউল কবীর, উপ-ভূ‌মি সংস্কার ক‌মিশনার, ভূ‌মি সংস্কার বোর্ড, জনাব মো: সাইফুল ইসলাম, উপ-ভূ‌মি সংস্কার ক‌মিশনার, ভূ‌মি সংস্কার বোর্ড এবং জনাব মুহাম্মদ র‌ফিকুল ইসলাম, সহকারী ভূ‌মি সংস্কার ক‌মিশনার, ভূ‌মি সংস্কার বোর্ড, ঢাকা। কর্মশালায় ভূ‌মি সংস্কার বো‌র্ডের কর্মকর্তাসহ সি‌লেট, চট্টগ্রাম ও খুলনা বিভা‌গের অন্তর্গত ২৫‌টি জেলার রে‌ভি‌নিউ ডেপু‌টি কা‌লেক্টরগণ অংশগ্রহণ ক‌রেন। প্রধান অ‌তি‌থি তাঁর বক্ত‌ব্যে ব‌লেন, কর্মক্ষে‌ত্রে মানু‌ষের আস্থা অর্জন কর‌তে হ‌লে কাস্টমার ফিডব‌্যাক‌কে গুরুত্ব দি‌তে হ‌বে এবং সে মোতা‌বেক সেবা প্রদান কর‌তে হ‌বে। এছাড়া বক্তাগণ শুদ্ধাচার কৌশল কর্মপ‌রিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও মূল‌্যায়‌নের নানা দিক নি‌য়ে বিস্তা‌রিত আ‌লোচনা ক‌রেন।