ভূমি সংস্কার বোর্ড কর্তৃক আয়োজিত দুই দিন (১০-০৯-২০২৩ এবং ১১-০৯-২০২৩ ইং তারিখ) ব্যাপি "ডিজিটাল সেবা শতভাগ বাস্তবায়ন" শীর্ষক কর্মশালা বোর্ডের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় রংপুর ও রাজশাহী বিভাগের ভূমি সেবা সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। এসময় ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবাসমূহ প্রদানে যেসব চ্যালেঞ্জ রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।