মোঃ আব্দুস সবুর মন্ডল বিপিএএ
চেয়ারম্যান (সচিব)
ভূমি সংস্কার বোর্ড
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বিস্তারিত: জনাব মোঃ আব্দুস সবুর মন্ডল বিপিএএ ০৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিঃ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব পদে পদোন্নতি প্রাপ্ত হন। তিনি গত ২৬ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখে ভূমি সংস্কার বোর্ডে চেয়ারম্যান (সচিব) হিসাবে যোগদান করেন। চাকুরিজীবনে সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি), প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, নেজারত ডেপুটি কালেক্টর এবং উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক, চাঁদপুর জেলার জেলা প্রশাসক, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক, একসেস টু ইনফরমেশন (a2i) প্রোগ্রামে পরিচালক, সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকালে ডিজিটাল মাধ্যমে জনগনের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য ২০১৬ সালে বাংলাদেশের সেরা জেলা প্রশাসক হিসাবে পুরস্কার লাভ করেন। ২০১৭ সালে জেলা ব্র্যান্ডিং ধারণার প্রবর্তন এবং চাঁদপুর জেলাকে "ইলিশের বাড়ি চাঁদপুর" নামে ব্র্যান্ডিং করার জন্য জাতীয় পর্যায়ে জনপ্রশাসন পদক প্রাপ্ত হন। চাঁদপুর জেলায় মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুহার হ্রাসে অসামান্য প্রচেষ্টার জন্য ২০১৯ সালে তিনি জেলা পর্যায়ে জনপ্রশাসন পদক লাভ করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে তাঁর দায়িত্ব পালনকালে দেশব্যাপী মাদক অপব্যবহার বিরোধী সচেতনতা বৃদ্ধিতে “সমন্বিত কর্ম পরিকল্পনা” প্রবর্তন করেন। বাংলাদেশে মাদকাসক্তি ব্যবস্থাপনা সম্পর্কিত প্রথম “জাতীয় মানসিক স্বাস্থ্য নির্দেশিকা” এর খসড়া তৈরি করেন। তিনি ২০২২ সালে দ্য গ্লোবাল সেন্টার ফর ক্রেডেনশিয়ালিং অ্যান্ড সার্টিফিকেশন (GCCC) এর ক্রেডেনশিয়ালিং কমিটির কমিশনার হিসাবে মনোনীত হন।
১৯৯৪ সালের ২৫ এপ্রিল বিসিএস (প্রশাসন) ক্যাডারে (১৩তম ব্যাচ) সহকারী কমিশনার হিসাবে খুলনা বিভাগে তাঁর আনুষ্ঠানিক কর্মজীবন শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। কর্মজীবনে দেশে এবং বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স, সেমিনার, সম্মেলন এবং কর্মশালায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সরকারি কাজে নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, চীন, সুইজারল্যান্ড, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, দুবাই এবং সৌদি আরবসহ বিভিন্ন দেশ সফর করেন।
ব্যক্তিজীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র ও দুই কন্যা সন্তানের জনক। তাঁর সহধর্মিণী বর্তমানে একটি সরকারি কলেজে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত।